" /> ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে

720219 143

বাংলাদেশী ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে দু’টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর ছয় দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে।

শুক্রবার জাহাজ দু’টিকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ কোস্ট গার্ড।

ভারতীয় অত্যাধুনিক কোস্ট গার্ড জাহাজ দু’টি দেশীয়ভাবে তৈরি। এর মধ্যে আইসিজিএস শৌর্য হলো একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি) যার নকশা ও নির্মাণকার্য সম্পাদন করেছে মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এটি চেতক ও অ্যাডভান্স লাইট হেলিকপ্টার উভয়ই পরিচালনা করে এবং এর দূরপাল্লার সহনশীলতা রয়েছে। জাহাজটির রক্ষণাবেক্ষণ ও এর উন্নত সিস্টেমসমূহ এটিকে কোস্ট গার্ডের দায়িত্ব পালনের জন্য একটি বহুমুখী প্ল্যাটফর্মে পরিণত করে।

আইসিজিএস রাজবীর হলো একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) যার নকশা ও নির্মাণকাজ সম্পাদন করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, কলকাতা। এটি উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, সেন্সর ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত, যা জাহাজটিকে অনুসন্ধান ও উদ্ধার, সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার বিপুল সক্ষমতা প্রদান করে।

এই জাহাজ দু’টি জাতির সামুদ্রিক স্বার্থ রক্ষায় ‘সেবা দানে ও সুরক্ষা প্রদানে’ ভারতীয় কোস্ট গার্ডের ইচ্ছা ও প্রতিশ্রুতি প্রদর্শন করে।

এই জাহাজগুলোর সফর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিস্তৃত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে জাহাজের নিয়মিত সফর যৌথ সমুদ্রসীমায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকার প্রদর্শনের পাশাপাশি দুই দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বুঝাপড়াকে আরো শক্তিশালী করতে অবদান রাখে। এগুলো হলো- ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা