" /> বিশ্ব ইজতেমায় আরো ৩ মুসল্লির মৃত্যু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় আরো ৩ মুসল্লির মৃত্যু

720295 161

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে মারা গেছেন আরো তিন মুসল্লি। এ নিয়ে ইজতেমায় মোট ছয়জনের মৃত্যু হলো। ফজরের নামাজের সময়ই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে ও রাতে ইজতেমার ময়দানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন আক্কাস আলী (৫০)। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে ময়দানের ৪২১ নম্বর হালকায় অসুস্থ হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া একই দিন আরো দুই মুসল্লির মৃত্যু হয়।

এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ইমাম গাজ্জালী বলেন, আক্কাস আলী নামে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। টঙ্গীতে লাখো মুসল্লির জমায়েতে মুখর ইজতেমা ময়দান। শীত উপেক্ষা করেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন তুরাগ তীরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা