" /> উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

w world cup e1673702356670

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশের মেয়েরা প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। 

শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বোলারদের সামনে মাত্র ১৩০ রানই করতে পারে তারা। জবাবে বাংলাদেশ ৭ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

টস হেরে ফিল্ডিংয়ে নামে নারী টাইগ্রেসরা। দিশা ও মারুফাদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ্বাস ও মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।

১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে ফেরেন টাইগ্রেস ওপেনার মিষ্টি সাহা। তবে শুরুর ধাক্কা দুর্দান্তভাবে সামলে লড়াইয়ে ফেরে টাইগ্রেসরা। আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। দলীয় ৬৬ রানে  আউট হওয়ার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করেন এই ব্যাটার। তবে দিলারা ও আফিয়া জুটির পতন হলেও স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ১৬ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা