" /> বিপিএলের ঢাকা পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন

বিপিএলের ঢাকা পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

719831 168

আগামীকাল থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ইতোমধ্যেই সব দলগুলো পৌঁছেও গেছে বন্দরনগরীতে।

গত ১০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ডমিনেটর্স ম্যাচ দিয়ে শেষ হয় প্রথম ধাপের বিপিএলের ঢাকা অধ্যায়। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের আটটি ম্যাচ, যেখানে চার ম্যাচে সমান চার জয় নিয়ে শীর্ষ দল সিলেট স্ট্রাইকার্স।

শুধু দলীয় পারফরম্যান্স নয়, ব্যক্তিগত নৈপুণ্যেও বেশ এগিয়ে সিলেট স্ট্রাইকার্স। ব্যাট হাতে শীর্ষ দু’জনসহ সেরা ছয়জনের তিনজনই এই ফ্রাঞ্চাইজির। একইভাবে বল হাতেও সেরা স্ট্রাইকার্স বোলাররা। সেরা সাত বোলারের পাঁচজনই সিলেটের। এর মাঝে মাশরাফী বিন মর্তুজা আছেন সর্বোচ্চ সাত উইকেট নিয়ে তালিকার শীর্ষে।

এক নজরে ঢাকা পর্ব শেষে ব্যাট হাতে সেরা যারা :

তৌহিদ হৃদয় : চার ম্যাচ- ১৯৫ রান (সিলেট)
নাজমুল হোসেন শান্ত : চার ম্যাচ- ১৬৭ রান (সিলেট)।
আজম খান : দুই ম্যাচ- ১২৭ রান (খুলনা)।
রনি তালুকদার : দুই ম্যাচ- ১০৭ (রংপুর)।
উসমান খান : দুই ম্যাচ- ১০৫ (চট্টগ্রাম)।

এক নজরে ঢাকা পর্ব শেষে বল হাতে সেরা যারা :

আল আমিন হোসেন : দুই ম্যাচ- ৭ উইকেট (ঢাকা)
মাশরাফি বিন মর্তুজা : চার ম্যাচ- ৭ উইকেট (সিলেট)
মোহাম্মদ আমির : চার ম্যাচ- ৬ উইকেট (সিলেট)
রেজাউর রহমান : চার ম্যাচ- ৬ উইকেট (সিলেট)
সিকান্দার রাজা : দুই ম্যাচ- ৪ উইকেট (সিলেট)

এছাড়া সর্বোচ্চ ১০টি ছক্কা মেরেছেন তৌহিদ হৃদয়, ৮ ছক্কা নিয়ে আজম খান আছেন দ্বিতীয় অবস্থানে। আর সর্বোচ্চ স্ট্রাইকরেট সাকিব আল হাসানের, ২০৯.৩৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০৯ আজম খানের, উসমান খান করেন ১০৩ রান। সেরা বোলিং রেজাউর রহমান রাজার, ১৪/৪ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা