" /> বান্দরবানে জঙ্গি সংগঠনের আরও ৫ সদস্য গ্রেপ্তার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

বান্দরবানে জঙ্গি সংগঠনের আরও ৫ সদস্য গ্রেপ্তার

WhatsApp Image 2023 01 12 at 14.54.37 min

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রোয়াংছড়ি-রুমা এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার আরো ৫ প্রশিক্ষণরত
সদস্যকে আটক করেছে র‍্যাব।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারী ) বান্দরবানের র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ইউসুফ(৩০),কুমিল্লার আঃ রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ সাইহা(২৭),সিলেটের সিরাজুল ইসলামের ছেলে মো. সাদিকুর রহমান সুমন ফারকুন(৩০),কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে মো. বাইজিদ ইসলাম মুয়াজ(২১),কুমিল্লার মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল(১৭)।

তিনি বলেন, র‍্যাব ফোর্সেস প্রতিষ্ঠাকালীন ম্যান্ডেটের আলোকে প্রতিষ্ঠালগ্ন হতেই জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এ পর্যন্ত প্রায় ৩ হাজার এবং হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে প্রায় ২ হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে এসেছে।
যখনই জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে তখনই র‍্যাব ফোর্সের সাঁড়াশি অভিযানের মাধ্যমে জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। জঙ্গিবাদ
বিরোধী জনমত গড়তে এবং জনসম্পৃক্ততা অর্জনেও র‍্যাব ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
গত ২০২২ সালের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ জন তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। উক্ত ঘটনায়
নিখোঁজ সংক্রান্ত ব্যাপারে গত ২৫ আগস্ট নিখোঁজদের পরিবার কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
উক্ত ঘটনা গণমাধ্যমসমূহে বহুলভাবে আলোচিত হয় এবং দেশব্যাপী চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি জানার পরপরই র‍্যাব ফোর্সেস
নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় এই ৮ জন তরুণদের মধ্যে পালিয়ে আসা নিলয়কে জিজ্ঞাসাবাদ করলে র‍্যাবের গোয়েন্দারা
গুরুত্বপূর্ণ তথ্য পায় এবং নিলয়কে র‍্যাব ফোর্সেসের ডিরাক্যালাইজেশন সেলের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৫ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাতসহ
নতুন জঙ্গি সংগঠনের ৭ জনকে গ্রেফতার করা হয়, যাদেরকে জিজ্ঞাসাবাদে দেশে একটি নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম
সম্পর্কে তথ্য পাওয়া যায় যার নাম “জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া”।

র‍্যাব ফোর্সেস গোয়েন্দা শাখা এবং র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন গত সেপ্টেম্বর ২০২২ থেকে অদ্যাবধি বেশ কয়েকটি
অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ৮ জন তরুণের মধ্যে ৩ জনসহ নুতন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার
ফিল হিন্দাল শারকীয়ার ৩১ জন বিভিন্ন পর্যায়ের নেতা ও সক্রিয় সদস্য এবং ২০২১ সাল থেকে এই জঙ্গি সংগঠনকে সহায়তা
প্রদান এবং সামরিক প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর ১৪ জন নেতা ও
সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন পর্যায়ে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে র‍্যাবের গোয়েন্দা
শাখা জানতে পারে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’ সংগঠনটির আমির মোঃ আনিসুর রহমান মাহমুদ নামক ব্যক্তি
যার নেতৃত্বে উগ্রবাদী সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে জানা যায়। এছাড়াও, উগ্রবাদী এই সংগঠনে ৬ জন শূরা সদস্য রয়েছে
যারা দাওয়াতী, সামরিক, অর্থ, মিডিয়া ও উপদেষ্টার দায়িত্বে রয়েছে। শূরা সদস্য আবদুল্লাহ মাইমুন দাওয়াতী শাখার প্রধান,
মাসকুর রহমান সামরিক শাখার প্রধান, মারুফ আহমেদ সামরিক শাখার ২য় ব্যক্তি, মোশারফ হোসেন রাকিব অর্থ ও গনমাধ্যম
শাখার প্রধান, শামীম মাহফুজ প্রধান উপদেষ্টা ও প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ক এবং ভোলার শায়েখ আলেম বিভাগের প্রধান
হিসেবে সংগঠনটিতে দায়িত্ব পালন করছে এবং এই নতুন জঙ্গি সংগঠনের ৫৫ জন সদস্যকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন
কেএনএফ এর প্রধান নাথান বম, সামরিক কমান্ডার কথিত ব্রিগেডিয়ার জেনারেল ভাংচুং লিয়ান বম এবং অপর আরেক নেতা
মিডিয়া শাখা প্রধান কথিত লেঃ কর্নেল লালজং মুই মাওয়াইয়া এবং কথিত লেঃ কর্নেল লাল মুন ঠিয়াল চির চির ময় এর
সরাসরি তত্ত্বাবধানে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হচ্ছে।
এই তথ্য প্রাপ্তির পর বিভিন্ন সরকারী সংস্থা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় র‍্যাব ফোর্সেস নব্য জঙ্গি সংগঠনের
প্রশিক্ষণরত ৫৫ জন জঙ্গি এবং তাদের প্রশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায়, গত ১১
জানুয়ারি ২০২৩ তারিখ রাতে র‍্যাব ফোর্সেস এর গোয়েন্দা শাখা এবং র‍্যাব-৭ এর অভিযানে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি
এলাকা হতে পাহাড়ে প্রশিক্ষণরত ৫৫ জন জঙ্গি সদস্যদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে।।

এছাড়া দেশের বিভিন্ন স্থান হতে সেচ্চায় নিরুদেশ হওয়া ৫৫ জনের মধ্যে ৩১ জন ও সশস্ত্র সংগঠন কেএনএফ এর ১৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা