" /> বিপিএলে ম্যাচ খেলায় সেঞ্চুরি মুশফিকের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিপিএলে ম্যাচ খেলায় সেঞ্চুরি মুশফিকের

musfique e1673445440271

8 / 100

বিপিএলে রানের কোনো সেঞ্চুরি হয়নি মুশফিকুর রহিমের। সেই আক্ষেপ অন্য সেঞ্চুরিতে দূর করতে পেরেছেন। এই টুর্নামেন্টে ম্যাচ খেলায় সেঞ্চুরি হয়েছে তার। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ পূর্ণ করলেন এই টুর্নামেন্টে।

মুশফিক বাদে বিপিএলে ম্যাচের সেঞ্চুরির খুব কাছাকাছি আছেন আরও কয়েকজন। এনামুল হক বিজয় ৯৬, মাশরাফী বিন মোর্ত্তজা ৯৫ ম্যাচ। এছাড়া একশ ছোঁয়ার কাছাকাছি আছেন ইমরুল কায়েস ৯৪, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান ৯৩, মোহাম্মদ মিঠুন ৯১ ম্যাচ। এ তালিকায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে না দেখে বিস্ময় জাগতেই পারে। আসল ব্যাপার হলো সাকিব খেলেছেন ৮৯ ম্যাচ আর সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম খেলেছেন ৮১ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা