" /> বান্দরবানে খাল থেকে বালি উত্তোলন করতে গিয়ে যুবক নিহত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বান্দরবানে খাল থেকে বালি উত্তোলন করতে গিয়ে যুবক নিহত

WhatsApp Image 2023 01 11 at 20.16.17 min

বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানে খাল থেকে বালি উত্তোলন করতে গিয়ে জামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ৩টায় উপজেলার ৪ নম্বর সুয়ালক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভাগ্যকুল এলাকার ধুল্ল্যা খালে ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৩২) ভাগ্যকুল এলাকার মনু মিয়া ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়,আরিফসহ কয়েজন যুবকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ধুল্ল্যা খাল থেকে বালি উত্তোলন করে আসছিল। প্রতিদিনের মত তাদের নেতৃত্বে আজও কয়েকজন শ্রমিক বালি উত্তোলনের এক পর্যায়ে মাটি চাপাপড়ে জামাল হোসেন নামে এক শ্রমিক।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালি উত্তোলন পয়েন্টের ইজারাদার দাবি করে আরিফ জানান, কয়েকজন মিলে বালির পয়ন্টি ইজারা নিয়েছি।
নিহত জামাল হোসেন তার মামাতো ভাই।নিহতের পরিবারের সাথে সমঝোতা করেছি।আইনি পক্রিকা সম্পন্ন করার জন্য থানায় যাচ্ছি।সবকিছু ঠিক হলে মরদেহ কবর দেওয়া হবে।এছাড়া মরদেহ গ্রামের বাড়ি ভাগ্যকুলে আছে।

এ বিষয়ে ভাগ্যকুল ইউপি সদস্য দুদু মিয়া যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বালু উত্তোলন করতে গিয়ে পাহাড় পড়ে একজনের মৃত্যু হয়েছে।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, ভাগ্যকুল এলাকায় বালি উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, মাটি চাপা পড়ে নিহতের খবর শুনেছি। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা