" /> গুলশানে স্পা সেন্টারের ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন

গুলশানে স্পা সেন্টারের ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

Dead newsflash71 2022 05 16 22 27 24

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন এবং আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণীর নাম ফারজানা আর আহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি। বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।


মৃত ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, আমার স্ত্রী গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতো। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে। তার সাথে আরেক তরুণী ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ফারজানার গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানায়। তিনি পরিবারের সাথে খিলক্ষেত এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।


এ ব্যাপারে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা