" />
বান্দরবান প্রতিনিধিঃ বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধান মন্ত্রীর পক্ষ হতে লাম উপজেলার ১৬ শ হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে লামা পৌরসভার আয়োজনে লামা পৌর বাস টারমিনাল এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লামা পৌরসভার আয়োজনে লামা পৌর মেয়র মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পত্নী মেহ্লা প্রু, বিশেষ অতিথি হিসেবে লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা উপজেলা কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, মন্ত্রী পুত্র রমিও বাহাদুর প্রমূখ।
প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পত্নী বঙ্গবন্ধু’র আত্নার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সার্বিক দোয়া কামনা করে দেশ ও জনগনের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের সহযোগিতা কামনা করেন।