" /> নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Screenshot 2023 01 08 182823 min

8 / 100

নাটোর প্রতিনিধি: নাটোরে ছাতনী দিয়ার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রী , শিক্ষক ,অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার দুপুরে ছাতনী দিয়ার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন ১ নং ছাতনি ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল সরকার সহ জনপ্রতিনিধি, স্কুলের জমি দাতা ও দাতা সদস্য,ছাত্রী , অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন বিদ্যালয়ের দীর্ঘদিন যাবত নানা অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে।

বিদ্যালয় এমপির ভূক্তির পরে পুরাতন শিক্ষকদের কাছে জন প্রতি ৮ লাখ টাকা চায় তারা দিতে অস্বীকার করলে নতুন শিক্ষক নিয়োগের পাঁয়তারা চালায়। আরো বলেন, প্রধান শিক্ষক নিশা করে স্কুলে এসে ছাত্রীদের খারাপ দৃষ্টিতে তাকায়। বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও এলাকাবাসীর দাবি প্রধান শিক্ষক খালিদ হোসেনকে অনিয়ম ও দূর্নীতি এবং নিশার সাথে জরিত থাকায় তাকে সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া জন্য জেলা প্রশাসন , শিক্ষা অফিস সহ সকল দপ্তরের কাছে আহ্বান জানান তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা