" />
তানভির হোসেন রাজু,ফুলবাড়ি,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গংগারহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন কে গণসংবর্ধনা প্রদান করা হয়।
৬জানুয়ারী শুক্রবার রাত ৮.১০মিনিটে গণসংবর্ধনায় অংশ নেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাবসায়ীসহ আপামর জণসাধারণ। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন আহম্মদ আলী পোদ্দার রতন(সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ফুলবাড়ি),
এছাড়াও উপস্হিত ছিলেন,আবু বক্কর সিদ্দিক মিলন(সাধারণ সম্পাদক ফুলবাড়ি উপজেলা যুবলীগ),উত্তম কুমার মহন্ত (যুগ্ন-সম্পাদক ফুলবাড়ি উপজেলা যুবলীগ),রিয়াজুল ইসলাম(সভাপতি কাশিপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগ),শ্রী শংকর কুমার সেন(সাধারণ সম্পাদক কাশিপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগ), তৌকির হাসান তোমাল(সভাপতি ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগ), মোসাব্বের হোসেন হ্যাবেন(সাধারণ সম্পাদক ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগ),শাহারিয়ার রহমান শাওন(যুগ্ন সম্পাদক ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগ),তানভির হোসেন রাজু(সাবেক সভাপতি কাশিপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ),আরিফুর রহমান আরিফ(আহব্বায়ক কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ),আমিনুল ইসলাম(সভাপতি কাশিপুর ইউনিয়ন যুবলীগ),আতিয়ার রহমান আতিক,সাধারণ সম্পাদক(কাশিপুর ইউনিয়ন যুবলীগ),শফিকুল ইসলাম (সাবেক সভাপতি কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ),মিঠুন সরকার (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক(কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ)সহ প্রমুখ।
সংবর্ধণা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাড়াজাগানো শিল্পি বৃন্দ।