" /> আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি : আত্মজীবনীতে স্বীকরোক্তি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি : আত্মজীবনীতে স্বীকরোক্তি

718393 154

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি : আত্মজীবনীতে স্বীকরোক্তি – ছবি : সংগৃহীত

ব্রিটেনের প্রিন্স হ্যারি স্বীকার করেছেন যে আফগানিস্তানে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ২৫ জনকে হত্যা করেছিলেন। তার প্রকাশিতব্য গ্রন্থ ‘স্পেয়ার’-এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ।

৩৮ বছর বয়স্ক প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে দু’দফায় দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭-২০০৮ সময়কালে বিমান হামলার নির্দেশদানকারী এয়ার-কন্ট্রোলার হিসেবে এবং ২০১২-২০১৩ সময়কালে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করেন তিনি।

বইতে তিনি উল্লেখ করেন, তিনি পাইলট হিসেবে ছয়টি মিশনে অংশ গ্রহণ করে ‘মানুষের জীবন’ নিয়েছিলেন।

তিনি বলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।

হ্যারি ১০ বছর ব্রিটিশ সেনাবাহিনীকে কাজ করেন। তিনি ক্যাপ্টেন মর্যাদায় উন্নীত হয়েছিলেন।

সূত্র : ডেইলি সাবাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা