" />
পাবনা প্রতিনিধিঃ অন্বেষণ ব্লাড ব্যাংকের উদ্যোগে পাবনার বেড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৬ জানুয়ারি) বেড়া উপজেলার ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু।
বিশেষ অতিথি ছিলেন, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমিনপুর থানার ভারপ্রাপ্ত জহুরুল ইসলাম, জাতসাকিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু।
অনুষ্ঠানে দুই হাজার মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র বিনামূল্যে ওষুধ দেয়া হয়। একইসাথে ৬০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২৩ জন মেডিকেল শিক্ষার্থী এবং পাবনা মেডিকেল কলেজের ৪ জন ইন্টার্ন চিকিৎসক মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন।
আয়োজকরা জানান, মানবসেবার ব্রত নিয়ে অন্বেষণ ব্লাড ব্যাংক ১৩ বছর ধরে দেশের প্রান্তিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করে আসছে।