" /> বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল মহাজোটের তানসেন, আ.লীগ প্রার্থী রিপু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল মহাজোটের তানসেন, আ.লীগ প্রার্থী রিপু

BOGURA 2MP CAND PIC 05 Jan 2023 min

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে মহাজোট থেকে মনোনীত জাসদের রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করেছেন রাগেবুল আহসান রিপু পৃথক পৃথক মনোনয়ন ফরম দাখিল করেছেন।


৫ জানুয়ারি বৃহস্পতিবার দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কাছে প্রাথীরা মনোনয়ন ফরম জমা দেন। এ সময় জাসদের পাশাপাশি বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমাকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এর মধ্যে গত ১১ ডিসেম্বর বিএনপির বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপি’র এমপিরা পদত্যাগ করায় তিনি আবার সরব হন। দুটো আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আবার বগুড়া-৪ আসনে মহাজোট প্রার্থী হয়েছেন। আর বগুড়া-৬ আসনে আরেকজন বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু দায়িত্বে থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা