" />
বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে মহাজোট থেকে মনোনীত জাসদের রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করেছেন রাগেবুল আহসান রিপু পৃথক পৃথক মনোনয়ন ফরম দাখিল করেছেন।
৫ জানুয়ারি বৃহস্পতিবার দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কাছে প্রাথীরা মনোনয়ন ফরম জমা দেন। এ সময় জাসদের পাশাপাশি বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমাকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর মধ্যে গত ১১ ডিসেম্বর বিএনপির বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপি’র এমপিরা পদত্যাগ করায় তিনি আবার সরব হন। দুটো আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আবার বগুড়া-৪ আসনে মহাজোট প্রার্থী হয়েছেন। আর বগুড়া-৬ আসনে আরেকজন বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু দায়িত্বে থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।