" />
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় জয় রাজ দাশ(২২) নামে এক পর্যটক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১ টায় থানচি বিদ্যামনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় রাজ দাশ(২২) চট্টগ্রাম রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে ও বিডি চুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল শাখার ৩য় বর্ষের ছাত্র।
মো. মনির জানান, চট্টগ্রাম থেকে ৬ জন বন্ধু ৩ টি মটরবাইক থানচি চেকপোস্ট এলেকা থেকে ৫ টি মোট ৮ টি মটরবাইক নিয়ে বড়াতে যান থানচি। যাত্রা পথে বিদ্যামনি পাড়া এলাকায় গাছ বোঝাই চট্টমেট্রো ট -১১-০৭৩০ ট্রাকের সাথে ধাক্কা লাগে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি জয় রাজের গায়ের উপরদিয়ে গেলে বুক ও পেট চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের ইমারজেন্সি চিকিৎসক ডাক্তার দিদারুল আলম জানান, সাড়ে ৩টার সময় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা আছে।ময়না তদন্ত ও ইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।