" />
নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিট প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল মো.খুরশেদ আলম। তাঁকে আবারও একই পদে আবারও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে সচিব পদ মর্যদায় অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরায় মো. খুরশেদ আলমকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে ২০২৩ সালের ২০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।