" />
নিজস্ব প্রতিবেদক: পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানো গিয়ে পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। বুধবার দুপুওে ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার জিআরও মো. শাহজাহান আলী গণমাধ্যমকর্মীদেও চার্জশিটের বিষয়টি নিশ্চিত করেন।
মো. শাহজাহান আলী বলেন, ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ওই দিনই চার্জশিটটি দেখেছেন। পরবর্তী বিচারের জন্য নথিটি ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। সিএমএম পরবর্তীতে মামলাটি বদলির আদেশ দিবেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন এই চার্জশিট জমা দেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা।
এামলার এজাহার সূত্রে জানাযায় , আসামি এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। তাই পরে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ সেপ্টেম্বর মামলা করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়।
মামলা হওয়ার পর তিন আসামিকে রিমান্ডে নেয় পুলিশ। ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১১ সেপ্টেম্বও রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরে বিভিন্ন সময়ে তিন আসামি জামিন নেন।