" />
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ ৬০ কেজি গাঁজা, একটি ব্যক্তিগত গাড়ি ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-মো. নাজমুল হক ভূঁইয়া ও মো. সজীব হোসেন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সোমবার র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৮ লাখ টাকা দামের ৬০কেজি গাঁজাসহ মো. নাজমুল হক ভূঁইয়া ও মো. সজীব হোসেন নামের দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটকদের বরাত দিয়ে র্যাব জানায়, আটক নাজমুল ও সজীব প পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজধানীরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।