" />
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে নয়জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিপিএটিসির উপপরিচালক (জ্যেষ্ঠ সহকারী সচিব) শামীমা নাসরিনকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
আর গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে রংপুরে, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের চার্জ অফিসার মো. রুহুল আমিনকে ঝালকাঠিতে, সাতক্ষীরা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসকে মাগুড়ায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন আতিকুল ইসলামকে খুলনায়, ঢাকার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডেটাবেজ অ্যাড মিনিস্ট্রেটর মোহাম্মদ আলীকে খাগড়াছড়িতে, বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষে সংযুক্ত মোহাম্মদ সাইফুল ইসলাম মুজমদারকে শরীয়তপুরে এবং কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও মো. আব্দুল জব্বারকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।