" />
নিজস্ব প্রতিবেদকঃ অপহরণ মামলার পলাতক আসামি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গাজীপুর মহানগরীর ভাসন এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র্যাব-৩ র্যাব- অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গাজীপুরের ভাসন থানার ২৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. ইমরান হোসেনকে শনিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত ইমরান গত ২ ডিসেম্বর নওগাঁর মান্দা থানার একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। মামলার পর থেকে ইমরান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা (ঠনঠনিয়া পাড়া) গ্রামের মো. মোস্তফার ছেলে।