" />
নাটোর প্রতিনিধিঃ নাটোরে ১৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আহানুর ইসলাম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৫)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নাটোর র্যাব-৫ সিপিসি – নাটোর ক্যাম্প।
গ্রেফতারকৃত আহানুর ইসলাম জয়পুরহাট জেলার চাঁদপুর ধলাহার হাই স্কুল সংলগ্ন এলাকার আব্দুল মজিদের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দিনগত রাতে
শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় র্যাবের একটি দল চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় তল্লাসিকালে রাজশাহী হতে নাটোরমুখি একটি সাদা-মেরুন রংয়ের মাইক্রেবাসের ডান সাইডে প্যাড কভারের ভিতরে অভিনব কায়দায় চেম্বার তৈরী করে পরিবহনকালে ১৩ কেজি ৮০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আহানুর ইসলামকে গ্রেফতার করা হয়। এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।