" />
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা মুল্যের ০৬ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরে ইউনিয়নের পূর্ব ভোটহাট এলাকা ভারতীয় সীমান্ত হতে হেরোইন নিয়ে ভূরুঙ্গামারী আসার পথে পূর্ব ভোটহাট রাস্তার উপর হতে ৬০ হাজার টাকা মূল্যের ৬ গ্রাম মাদক হেরোইন, একটি ডায়াং-৮০ সিসি মোটরসাইকেল এবং নগদ ৭৩০/- টাকা সহ দুই জনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ০৫:৩০ ঘটিকার সময় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।
আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলো ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি এলাকার পিতা-মৃত জসিম উদ্দিন ছেলে মো. শাহজাহান আলী (৫০)ও বাগভান্ডার এলাকার মৃত আব্দুল শেখে এর পুত্র মোঃ মাইদুল ইসলাম (৪০) তারা কুখ্যাত মাদক ব্যাবসায়ী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।