" />
নিজস্ব প্রতিবেদক: মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করেছে ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীরা।
বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে কাতার চ্যারিটি ও এর সহযোগীদের উদ্যোগে ভাসানচরে এবার স্থাপন করা হয় দুইটি ফান জোন। যেখানে প্রতিদিন ৬ হাজার শরণার্থী বড় স্ক্রীনে লাইভ খেলা উপভোগ করেছে।
এর পাশাপাশি প্রখ্যাত মুসলিম গায়ক মাহের জেইন সেখানে গান পরিবশেন করেন। রোহিঙ্গা শিশুদের সাথে মাহের জেইন প্রাীতি ফুটবল ম্যাচেও অংশ নেন।
নানা আয়োজনের মাধ্যমে শরণার্থীদের মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের আনন্দ প্রদান করায় কাতার চ্যারিটি ও এর সহযোগীদের ধন্যবাদ জানিয়েছে ভাসানচরের রোহিঙ্গা কাম্পের দায়িত্বে থাকা সরকারি কর্তৃপক্ষ।
সহকারী ক্যাম্প-ইন-চার্জ তরিকুল ইসলাম বলেন, এটি একটি চমৎকার আয়োজন ছিল। ভাসানচর দ্বীপের উদ্বাস্তু সম্প্রদায়ের অংশগ্রহনে মাসব্যাপী ফান জোনগুলো ছিল হৈ হুল্লোড়ে ভরপুর। এর মাধ্যমে বিভিন্ন বয়সের মহিলা, পুরুষ, শিশু, কিশোর এবং বৃদ্ধরা বিশ্বকাপের খেলাসহ নানা আয়োজন উপভোগ করেছে।
তিনি বলেন, ভাসানচর ক্যাম্পে উদ্বাস্তুদের বিনোদনের সুযোগ খুবই সীমিত। তিনি কাতার চ্যারিটিকে ভাসানচর ক্যাম্পে শিশু ও কিশোরদের জন্য একটি স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করার অনুরোধ জানান।
মাসব্যাপী উপভোগ্য নানা আয়োজন করার জন্য রোহিঙ্গা শরণার্থীরাও কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়েছেন ।
ধামরাই ও ভৈরব উপজেলায় কাতার চ্যারিটির দুটি এতিমখানার শিশুরাও এবার উপভোগ করেছে বিশ্বকাপ ফুটবল-২০২২।