" />
নাটোর প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে নাটোরে দুই দিনব্যাপী ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কামরুন্নাহার প্রমুখ।
দুই দিনব্যাপী এইই মেলায় নাটোর সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রকল্প প্রদর্শিত হচ্ছে।