" />
নাটোর প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টীর আর্থ-সমাজিক ও জীবন মনোনয়নের লক্ষ্যে সমন্বিত প্রণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ভেড়া ও সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এই ভেড়া ও সাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়ের হাবিব ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল শাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রমুখ।
অনুষ্ঠানে ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্টির ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল ও ২১৮ জনের সুফল চাষির মাঝে ৪৩৬ টি ভেড়া বিতরণ করা হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।