" />
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আসিফ হত্যা মামলার পলাতাক আসামি সোহেল ও আরফানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার সকালে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাড্যা এলাকায় অভিযান চালায়। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আসিফ হত্যা মামলার পলাতক আসামি সোহেল ওরফে বিকশো ও মো. আরফানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আসিফ হত্যায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।