" />
স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল ইসলাম ভূইয়া, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, সদস্য ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মোস্তাফিজ ও শাহনাজ সিদ্দিকী সোমা প্রমুখ।
এদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীমূলক চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন করা হয়। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের সন্তানরা পরিবার নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন।
এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যথাক্রমে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সম্পাদক ফোরাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদসহ কয়েকটি সাংবাদিক সংগঠন পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। ডিইউজে মিলনায়তনে বিজয় দিবস শীর্ষক আলোচনা সভারও আয়োজন করা হয়।