" />
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে ‘ট্রেনিং কোর্স অন থ্রিডিসিআরটি ফর ব্রেস্ট ক্যান্সার এন্ড গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার সকাল বেলা ১১ টার দিকে বিএসএমএমইউর ক্যান্সার ভবনে এ কর্মশালা ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজন করে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।
থ্রডিসিআরটি হলো ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদানের থ্র্র্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি ।
ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) বিএসএমএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের রেডিওথেরাপি সেন্টারকে দেশের ট্রেনিং সেন্টার হিসেবে নির্ধারণ করায় এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান বিভাগটি। এবারে আয়োজিত ট্রেনিং প্রোগ্রামে ঢাকা মহানগরীর সরকারী বেসরকারী বিভিন্ন ক্যান্সার সেন্টারের ৩০ এর অধিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান মো. নাজির উদ্দিন মোল্লাহ্ বলেন, বর্তমানে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অনেক রোগী সেবা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর না থাকায় চাহিদা মোতাবেক সেবা দিতে পারছি না। আমরা আশা করি, বর্তমান গতিশীল প্রশাসনের প্রধান মো. শারফুদ্দিন আহমেদ আমাদের প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর মেশিন ও লোকবল বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মো. শারফুদ্দিন আহমেদ সমাপনী বক্তব্যে বলেন, বিএসএমএমইউর চিকিৎসার মানোন্নয়ন জন্য বর্তমান প্রশাসন সব ধরণের ব্যবস্থা নিচ্ছে। এখান থেকে চিকিৎসক, নার্সদের বিদেশে প্রশিক্ষণ ও বিদেশ থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা চাই প্রশিক্ষিত জনবল অন্যদেরকেও প্রশিক্ষণ প্রদান করুক।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, ক্যান্সার রোগীদের সেবার জন্য বিএসএমএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে দুই শিফট চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় কাজগুলো প্রায় শেষের পথে। এ শিফটিংয়ের কাজে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোস্টার ভিত্তিক দায়িত্ব পালন করবে।
কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) এক্সপার্ট হিসেবে ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. তাবাসুম ওয়াদাসাদওয়ালা , ভারতের দি এডভান্সড সেন্টার ফর ট্রিটমেন্ট, রিসার্চ এন্ড ইডুকেশন ইন ক্যান্সার (এসিটিআরইসি) মেডিক্যাল ফিজিস্ট এমএস রীনা দেবী, বিএসএমএমইউর অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বারী, অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক মো. জিল্লুর রহমান ভূঁইয়া, ঢাকা মেডিকেল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাঈদ হোসেন প্রমুখ অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন ।