" />
রংপুর ব্যুরো॥ শোকাবহ ও ভাবগম্ভীর মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় রংপুর নগরীর পাক হানাদার বাহিনীর টর্চ্চার সেল হিসেবে পরিচিত টাউন হল বদ্ধভুমিতে নব নির্মিত স্মৃতি সৌধে হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন , রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মহমুদের নেতৃত্বে বিভাগীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার ফেরদৌস আহাম্মেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন , এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেক্টর কমান্ডার ফোরাম সহ শতাধিক বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।
উল্লেখ্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলা কালে পাকহানাদার বাহিনী টাউন হলে ক্যাম্প স্থাপন করে বিশিষ্ট বুদ্ধিজিবী সহ শত শত নারী পুরুষকে এখানে ধরে এনে অমানুষিক নির্যাতন এবং হত্যা কওে টাউন হলের পেছনে কুয়ার ফেলে দেয়। এটি দেশের অন্যতম বদ্ধভুমি হিসেবে পরিচিত।