" />
নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের গৃহহীনদের জন্য দেওয়া উপহারের ঘর থেকে বিতাড়িত এক পরিবারকে মিথ্যা মামলা ও ঘরের মালামালসহ খোলা আকাশের নিচে বের করার দাবিতে আজ ১৪ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এক সর্বশান্ত পরিবার।
তাঁরা ক্ষমতার অপব্যবহারকারী সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে ।
জানা যায়, টাঙ্গাইল জেলা সখিপুর থানার হাতীবান্ধা ইউনিয়ন এর কামালিয়া চালায় আশ্রয়ন প্রকল্পের বরাদ্দ প্রাপ্ত ঘর থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফার্জনা আলম সাবেক ডিসি আতাউল গনি এবং ভূমি সহকারী ইউনিয়ন নাজনীন আক্তার গৃহহীন পরিবারটিকে জোড়পূর্বক মিথ্যা মামলা ও ঘরের মালামালসহ ঘর থেকে বিতারিত করে দেয়।
এই আশ্রয়ন প্রকল্পের বাড়িগুলো বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তারা প্রকল্পের ঘর গুলো পায়। বেশিরভাগ প্রকল্পের মানুষরা দিনমজুর। প্রকল্পের বাসিন্দা বাসিন্দারা অভিযোগ করে তাদের কাছ থেকে জোরপূর্বক প্রকল্পের বরাদ্দ বাড়িগুলো উচ্ছেদ ও অবিচার করা হচ্ছে। তাঁরা সকলেই সরকারের নিকট অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাঁদের বসতভিটা ফিরিয়ে দিতে জোড় দাবি জানান।