" />
পাবনা প্রতিনিধিঃ আওয়ামীলোগের আমলে মানুষ উন্নয়নের জোয়ার দেখেছে। ঘর থেকে বেরুলেই আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চোখে পড়বে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আ.লীগের সাধারণ সস্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
রোববার (১১ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দু’টি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ছেউলি আর এইচডি হতে খয়েরবাগান জিসিএম সড়ক মেরামত ও গয়েশপুর ইউনিয়নের কুমিল্লি সেরু ফকিরের বাড়ি হতে কামালের বাড়ি পর্যন্ত দুটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন গোলাম ফারুক প্রিন্স।
এমপি প্রিন্স বলেন, আওয়ামীলীগ সরকারের এ উন্নয়ন দেখে ঈর্শাণ্বিত বিএনপি। যার কারণে তারা গভীর ষড়যন্ত্রে মেতেছে। মুজিব আদর্শের সেনারা থাকতে তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলেও জানিয়েছেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভাড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিফাত বিশ্বাস প্রমুখ।