" />
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা।
শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে রুমিন ফারহানা এ কথা জানান।
তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমরা সংসদে গিয়েছিলাম।কিন্তু সংসদে আমাদেরকে কথা বলতে দেয়া হত না। যখনই মানুষের কথা বলতে চাইতাম তখন আমাদের মাইক বন্ধ করে দেয়া হত। তাই আজ দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করলাম।
ইমেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন জানিয়ে রুমিন বলেন, আগামীকাল পদত্যাগ পত্র আমরা হাতে হাতে পাঠিয়ে দেবো।
রুমিন বলেন, বিএনপি এখনও খেলাই শুরু করে নাই- খেলা শুরুর আগেই মহাসচিবসহ অনেককে গ্রেপ্তার করেছেন। তাও কি বন্ধ করতে পেরেছেন আমাদের এই সমাবেশ। বিএনপি সাধারণ মানুষের দল- তাই আজকের সমাবেশে সবাই উপস্থিত হয়ে এই সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে।
দেশের মানুষ আজ জেগে উঠেছে- আপনাদের তাতেই আপনাদের ভয় ধরে গেছে। তাই মামলা হামলা করে আমাদের কণ্ঠ রোধ করতে চায়।