" />
শুক্রবার রাতটা খুবই যন্ত্রণার ব্রাজিল সমর্থকদের জন্য। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে হেরে যায় সেলেসাওরা।
চোটের কারণে দুই ম্যাচ খেলতে না পেরে একাদশে ফিরে দারুণ খেলছিলেন নেইমার। গতকাল রাতেও দুর্দান্ত এক গোল করেছেন। ম্যাচজুড়ে অসাধারণ খেলেছেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি দ্য ফেনোমেনন।
এই হার খুবই যন্ত্রণার এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেসাওদের জন্য। আর নেইমারের জন্য তো আরও বেশি কষ্টের। তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে?
অভিমানী এই ফরোয়ার্ড অবসরের ইঙ্গিত দিয়েছেন। নেইমার বলেন, আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’
শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। তবে টাইব্রেকে তাকে দিয়ে শুট করাননি তিতে।
এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিল সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানির কাছে হারে এরপর রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এবারও ইউরোপ বাধা দূর করতে পারেনি ব্রাজিল।