" />
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আটক রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বাসা থেকে নাস্তা ও প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে তার বাসার দুজন কর্মী ডিবি অফিসে আসেন। নাস্তার বক্স চেক করে ভেতরে পাঠানো হয়। নাস্তার মেন্যুতে রুটি ছিল। মির্জা ফখরুল বাসা থেকে পাঠানো নাস্তা ও ওষুধ খেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে পৃথক অভিযান চালিয়ে বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আগামীকাল ঢাকায় বিএনপির পূর্ব নির্ধারিত গণ সমাবেশে একদিন আগেই আটক করা হলো বিএনপির এই দুই শীর্ষ নেতাকে।
পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি কার্যালয়ে আনার পর ফখরুল ও আব্বাসের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের একাধিক কর্মকর্তা।