" />
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ওয়ারী থানার যতীমোহন বসাক লেনের একটি বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। তারা ওয়ারী থানা যুবদলের নেতা ফয়সাল মেহবুব মিজুর বাবা মো. মিল্লাত হোসেনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মিজু।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফয়সাল মেহবুব মিজু ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজু এনডিটিভি বলেন, অনেক দিন ধরেই আওয়ামীলীগে অত্যাচারে ঘরে থাকতে পারিনা। গতকাল বুধবার দিবাগত রাতে স্থানীয় আওয়ামীলীগের ৬০ থেকে ৭০ জন এসে আমার বাসায় এসে আমাকে খুঁজতে থাকে। তারা আমাকে না পেয়ে বাসায় হামলা করে এবং আমার চাচাতে মারতে থাকে। তখন আমার বাবা এর প্রতিবাদ করলে তারা ভারী বস্তু দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে। এতেই আমার বাবার মৃত্যু হয়। পরে তারা আমার চাচাকে মেরে রাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে বিএনপির সমর্থক বলে ওয়ারী থানা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আমার বাবার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ট) মর্গে রয়েছে।
নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি দেখছেন।
ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, আসলে কীভাবে মারা গেছেন। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ বা মামলা এখনো করেনি।
নিহত মিল্লাত হোসেন ওয়ারী থানার ৩০ যতীমোহন বসাক লেনের বাসিন্দা ছিলেন।