" />
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে আটক রেখে মুক্তিপণ দাবি করে আসছিল একটি চক্র। চক্রটি এইসব সাধারণ মানুষদেরকে নির্যাতন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতো। এমনসব বিস্তর অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী দুইজন কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজু আহমেদ এবং মো. সুমন।
মঙ্গলবার সকালে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের একটি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী মো. রাজু আহমেদ এবং মো. সুমনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ওই সূত্রটি বলছে, গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে
পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য সাধারণ জনগণকে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো। পরে তাদেরকে জোর করে আটকে রেখে নির্যাতন করতো আর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রাজু আহমেদ কুমিল্লা জেলার তিতাস থানার শাহাপুর গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে আর মো. সুমন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বোরহান উদ্দিন হালদা মার্কেট এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।