" />
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল-সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইলের আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপ গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে নেমে গোল না পেয়ে বেশ তেতে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচে মাঠ থেকে তাকে উঠিয়ে নেওয়ায় কোচের উপরে নাকি কিছুটা ক্ষুব্ধও ছিলেন তিনি।
ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল-সুইজারল্যান্ড। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা। ৫ বার ড্র হয়েছে। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে গত জুনে। উয়েফা নেশন্স লিগের সেই লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। সেই ম্যাচে সুইসদের পক্ষে গোলটা করেন হারিস সেফেরোভিচ। পরিসংখ্যান দিয়ে অবশ্য আজকের ম্যাচের ফেবারিট নির্ধারণ করা কঠিন। কারণ, এই ম্যাচে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে নেমে গোল না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।