" />
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ আটে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে স্পেন ও মরক্কো এই দুই দল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় কোয়ার্টারের টিকিট হাতে পেতে লড়বে ইউরোপ ও আফ্রিকার এই দুই দেশ।
শক্তিশালী ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে ‘এফ’ গ্রুপের সেরা দল হিসেবে নক আউট পর্ব খেলতে এসেছে মরক্কো। অন্যদিকে ‘ই’ গ্রুপে ‘এশিয়ার পাওয়ার হাউজ’ খ্যাত জাপানের পর দ্বিতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। যার দুইটিতে জয় স্পেনের। অন্যদিকে জয়হীন মরক্কো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেই ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোর বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছিল স্পেন। তাই আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই বিশ্বকাপের হেড টু হেডের পরিসংখ্যানে এগিয়ে যাবে।
অন্যদিকে টিকি-টাকা ফুটবল খেলা লুইস এনরিকের দলের মাঝমাঠ বেশ শক্তিশালী। তবে মরক্কোর বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে সতর্ক এই স্প্যানিশ কোচ। ম্যাচের আগে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘কোনো দলই ছোট ছোট পাসে আমাদের মাঠে ফুল ফোটাতে দেবে না। তাই আজকের ম্যাচে লং পাসে খেলার ভাবনা আছে আমাদের’।