" />
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মধ্য বাড্ডার মেরুলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাতিল (১৯) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ এনডিটিভি বলেন, মেরুল ডি আই টি প্রজেক্টের ১৩ নম্বর রোড এলাকায় দুর্বৃত্তরা নৌবাহিনীর বিএন কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাতিলকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।