" />
শ্রমিকদের জনস্বার্থবিরোধী দুর্নীতিবাজ অটোরিকশা মালিক ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ও ঢাকা মহানগরীতে ড্রাইভিং লাইসেন্স ধারী চালকদের নামে ৫ হাজার সিএনজি-অটোরিকশা নতুন নিবন্ধন প্রক্রিয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল এগারোটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা সংগঠনের সহ-সভাপতি মোঃ বাদল আহমেদ, উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল।
বক্তারা বলেন, অটোরিকশা চালকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বরাবরই শ্রমিকদের পক্ষে পুলিশ প্রশাসনসহ বিআরটিএর কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে আসছে। অত্যন্ত দুঃখের সাথে সঙ্গে বলতে হচ্ছে আজও পর্যন্ত শ্রমিকদের অধিকাংশ দাবি পূরণ করা হয়নি। সবকিছু মিলিয়ে শ্রমিকরা অত্যন্ত খারাপ অবস্থায় দিন কাটছে এই অবস্থা চলতে থাকলে অটোরিকশা শ্রমিকরা এ পেশায় থাকা কষ্টকর হয়ে পড়বে। এমতঅবস্থায় উন্নত যাত্রীসেবার লক্ষ্যে বর্তমান বাজার পরিস্থিতির উপর নির্ভর করে মিটার রিডিং পুনঃনির্ধারণ করার বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন এম এ হাসেম, রমজান আলী, মনির হোসেন প্রধান, রুহুল আমিন, আলম খালাসী, কামাল হোসেন, শেখ মাসুদ, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ বাচ্চু খান, খোকন মিয়া খান, মনির হোসেন, জামির সেখ, শাহাবুদ্দিনসহ অনেকে।