" />
ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । অন্ত্রের ক্যানসারে তিনি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। কেমোথেরাপিতেও তার শরীর এখন আর সাড়া দিচ্ছে না।
বর্তমানে তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল রিপোর্টে পেলের শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়েছে। এতে স্বাভাবিকভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।
গত বুধবার ব্রাজিলের সংবাদমাধ্যম জানায়, সর্বাঙ্গ ফুলে গেছে পেলের। কেমোথেরাপিও কাজ করছে না। শারীরিক সমস্যার জন্য ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। পরদিন বৃহস্পতিবার রাতে মুখ খুললেন পেলে স্বয়ং। কঠিন সময়ে তার জন্য যেভাবে প্রার্থনা করেছেন ভক্তরা সেজন্য ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তি। ভক্তদের আশ্বস্ত করে বলেন- তাকে নিয়ে চিন্তা করার কিছু নেই।