" />
স্টাফ রিপোর্টারঃ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ, মাফিয়া ধারা অর্থ আত্মসাৎ এবং সকল পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবিতে আজ ৩ ডিসেম্বর বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বাধীনতা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।
এতে অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
এ সময় বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রথম সারির বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, সাধারন জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। মানুষের তাঁর অর্থ ও সম্পদ নির্ভাবনায় এই ব্যাংকে গচ্ছিত রাখে এমন ব্যাংকে কীভাবে লুটতরাজ চলতে পারে, এটা একটি পরিকল্পিত চক্রান্ত ছাড়া কিছুই নয়।
যত দ্রুত তদন্তের মাধ্যমে অন্যায়কারীদের দোষী সাব্যস্ত করা যায় তত জনগনের জন্য মঙ্গল। আমি সরকারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবার জন্য আহ্বান জানাই।
এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন আহসানুল্লাহ শামীম জেনারেল সেক্রেটারি স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন