" />
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সামনে নিরপেক্ষ নির্বাচন হলে এবং বিএনপি নির্বাচিত হলে দ্বি-পক্ষ পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সরকার গঠন করা হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) দিনাজপুরের বিশিষ্টজনের সঙ্গে জবাবদিহিমূলক রাষ্ট্রগঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অপরিহার্য শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বিএনপির মিডিয়া সেলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।