" />
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া থানার বালুখালী বিওপি এলাকায় এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের দাম পাঁচ কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে বিজিবির বালুখালী বিওপির সদস্যরা খবর পান যে, কিছু মাদক চোরাকারবারি বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মায়ানমার থেকে বাংলাদেশে এনে কেনা-বেচা করবে।
ওই সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি টহলদল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া উপজেলার পাঁচ নম্বর পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামের এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাঁচ কোটি ২০ লাখ টাকা দামের এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।