" />
নাটোর প্রতিনিধি: নাটোরে হেরোইন পরিবহনের দায়ে মইনুল হক (৪৪) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদয়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হক (৪৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার মৃত তারিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৭ এপ্রিল রাত ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় র্যাব একটি অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন পরিবহনের সময় হাতেনাতে মাইনুলকে আটক করে র্যাব।
পরে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদয়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।