" />
নবীন সাংবাদিকরা যেন জগলুল আহমেদ চৌধুরীর মতো ভালো উন্নত সাংবাদিকতা অনুসরণ করতে পারেন সেদিকে নজর দেয়া উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘জগলুল আহমেদ একজন জ্ঞানী ও বিচক্ষণ সাংবাদিক ছিলেন। তিনি যথাযথ তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করতেন। আমি কাছ থেকে তার লেখালেখি দেখেছি। তার লেখার বিশেষত্ব হচ্ছে, সঠিক তথ্যটা তুলে ধরা। আজকের সময়ের সাংবাদিকদের উচিত জগলুলকে অধ্যয়ন করা। কারণ, অনেকেই সঠিকভাবে না জেনে লেখা প্রকাশ করেন।’
এছাড়া জগলুল আহমেদ চৌধুরী একজন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
জগলুল আহমেদ চৌধুরী ১৯৪৯ সালের ১০ আগস্ট বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন এ খ্যাতিমান সাংবাদিক।