বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সকল মানুষের।’সাফজয়ী বাংলার মেয়েরা দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পরিকল্পনা মতো তাদের বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা। এ সময় কেক কেটে তাদের খাওয়ানোর পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
তিনি আরও বলেছেন, ‘যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’
সাবিনা খাতুন বলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বরণ করে নেয়ার জন্য। আমরা এখানে হাজির সকলের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের নারী ফুটবলকে যে আপনারা এতটা ভালোবাসেন, তা দেখে আমরা সত্যিই কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন।
সাফ ফুটবলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক সাবিনা খাতুন আরও বলেন, যেহেতু দক্ষিণ এশিয়ার ফুটবলে আমরা ভালো ফলাফল অর্জন করেছি, এরপর অবশ্যই আমরা আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। সেদিকেই থাকবে আমাদের লক্ষ্য।