" />
টাইমস রেডিওকে ডোনেলান বলেন, এটা মোটামুটি আড়াই লাখের কাছাকাছি। সুনির্দিষ্ট সংখ্যাটি কত, তা বের করার চেষ্টা করছি আমরা। যথাসময়ে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।সারিবদ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে প্রায় আড়াই লাখ শোকার্ত মানুষ ওয়েস্টমিনস্টার হলে রাখা রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের পাশ দিয়ে হেঁটে গেছেন ও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী মিশেল ডোনেলান এ তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের।
৭০ বছর রাজকার্য সামলানোর পর ৮ সেপ্টেম্বর রানী এলিজাবেথ ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির বিরুদ্ধে দাদি এলিজাবেথকে ‘অসম্মান’ করার অভিযোগ উঠেছে। রাজকীয় সংগীতের সময় হ্যারির আচরণ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্যে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ছাড়াও দুই হাজার মানুষ। তাঁরা সবাই ‘গড সেভ দ্য কুইন’ গেয়ে রানীর প্রতি শ্রদ্ধা জানান।
তবে কিছু দর্শকের দাবি, রাজপরিবারের বাকি সদস্যদের সঙ্গে এই সংগীত গাওয়ার সময় হ্যারির স্বতঃস্ম্ফূর্ত অংশগ্রহণ ছিল না। অন্যদিকে, রানীর শেষকৃত্যে কাঁদলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর কফিন নিয়ে যাওয়ার সময় মেগানের চোখ দিয়ে পানি পড়তে দেখা গেছে।