সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশ। সাবিনা-সানজিদারা প্রশংসায় ভাসছেন। আগামীকাল (বুধবার) ট্রফি নিয়ে দেশে ফিরছে লাল-সবুজ দলের সেনানিরা। দেশে ফিরে বড়সর সংবর্ধনা তো পাচ্ছেনই, উঠে এসেছে আর্থিক পুরস্কারের প্রসঙ্গও। যদিও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দিলেন অন্যরকম প্রতিশ্রুতি।

আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি মেয়েদের আর্থিক পুরস্কার প্রসঙ্গে বলেছেন, ‘আমি তো চাই টাকা থাকলে প্রত্যেকটা মেয়েকে ২ কোটি টাকা করে দিতে। আমি এমনই মানুষ। তবে আমার কাছে তো সেই টাকাটা থাকতে হবে। যা আনতে পারবো, সেগুলো এই মেয়েদেরকেই দেবো। কারণ তাদের যত দেবো, ততই আমরা পাবো।’এমনিতে মেয়েরা ভালো পারফর্ম করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডেকে নিয়ে সংবধর্নার পাশাপাশি আর্থিক পুরস্কার দিয়ে থাকেন। এবারও প্রধানমন্ত্রীর কাছ থেকে তেমনই প্রত্যাশা করছেন বাফুফে সভাপতি।
সালাউদ্দিনের বক্তব্য, ‘আমাদের মেয়েরা ভালো করলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে ডেকেই তাদের উপহার দেন। আমাদের বলতে হয় না। প্রধানমন্ত্রী ভালো করেই জানেন মেয়েরা এটা (সাফে চ্যাম্পিয়ন) করেছে। আশা করছি, তার কাছ থেকে একটা ভালো উপহার ও সংবর্ধনার ব্যবস্থা করা হবে। এর সঙ্গে আরও কিছু কিছু জায়গা থেকে স্পন্সররা আলাপ করছে। আর বাফুফে সভাপতির পক্ষ থেকে থাকবে আমার আদর ও ভালবাসা।’