বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান শেখ রাসেল শিশু পার্কে এ বৃক্ষ রোপণ করা হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ভোদন করেন বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।বিশেষ অতিথিদের মধ্যে সাবেক বান্দরবান পৌর প্যানেল মেয়র দিলিপ বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় মেয়র বলেন, বান্দরবান জেলা শহরে শিশু কিশোরদের একমাত্র বিনোদন কেন্দ্র এই শিশু পার্ক। এই শিশু পার্কটিকে
আরো আকর্ষনীয় করতে চলছে আধুনিকায়নের কাজ।আধুনিকায়নের কাজ শেষ হলে জেলায় অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে রুপ নিবে। এছাড়া আধুনিকয়ন হয়ার পাশাপাশি এই শোভাবর্ধক বৃক্ষ গুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।